কুড়মুড়, কুড়া১ [ kuḍ-muḍ, kuḍā ] যথাক্রমে কুড়কুড় ও কুড়২ -এর রূপভেদ।
কুড়া২ [ kuḍā ] ক্রি.
১. ছড়ানো জিনিস একত্র বা জড়ো করা;
২. পতিত বা পরিত্যক্ত জিনিস তুলে নেওয়া (কুড়িয়ে নেওয়া, কুড়িয়ে পাওয়া);
৩. ঝাঁটি দেওয়া (ঘর কুড়ানো, উঠান কুড়ানো);
৪. ফেলে দেবার জন্য তুলে নেওয়া (এঁটো কুড়ানো)।
[সং. √ কুল্ (ল্=ড়্) + বাং. আ]।
কুড়ানো–ক্রি. পূর্বোক্ত কুড়া২ অর্থে।
☐ বিণ.
১. পতিত বা পরিত্যক্ত অবস্হায় প্রাপ্ত (কুড়ানো ছেলে);
২. ঝাঁটি দেওয়া হয়েছে এমন (কুড়ানো উঠোন);
৩. সংগৃহীত (কুড়ানো ফুল)।
☐ বি.
১. সংগ্রহ;
২. একত্রীকরণ;
৩. সম্মার্জন, ঝাঁট।
কুড়ানি, কুড়ুনি–বিণ. বি. (স্ত্রী.)
১. যে কুড়ায় (পাতকুড়ানি);
২. যাকে কুড়িয়ে পাওয়া গেছে।
Leave a Reply