কুড়১ [ kuḍ ] বি.
১. রাশি, স্তূপ (পাঁশকুড়, ছাইয়ের কুড়)।
[সং. কুল];
২. আবর্জনা;
৩. আবর্জনা ফেলার স্হান (আঁস্তাকুড়)।
[সং. কুণ্ড]।
কুঁড় দ্র।
কুড়২ [ kuḍ ] বি.
১. বৃক্ষবিশেষ;
২. ওষুধবিশেষ।
[প্রাকৃ. কুট্ঠ]।
কুড়৩ [ kuḍ ] বি. জমির পরিমাণবিশেষ, বিঘা।
[বাং.কুড়বা]।
Leave a Reply