কুমির [ kumira ] বি. গিরগিটির আকৃতিসদৃশ বৃহদাকার হিংস্র প্রধানত জলচর সরীসৃপবিশেষ, নক্র, কুম্ভীর।
[সং. কুম্ভীর]।
কুমির কুমির খেলা–বি. বালক-বালিকাদের খেলাবিশেষ।
জলে কুমির ডাঙায় বাঘ–(প্রাণঘাতী) উভয়সংকট।
জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ–প্রবল প্রতিপত্তিশালী ব্যক্তির অধীনে থেকে তারই সঙ্গে বিবাদ।
Leave a Reply