কালা রে তোর রং কালা রং দিলে রং মিশে নারে
প্ৰাণ দিলে প্ৰাণ মিশে নারে।।ধু।।
মাকালের ফল দেখতে ভালো বাইরে লাল ভিতরে কালো
শিমুল ফুলে নাই মধু ভ্ৰমর তাতে বসে না।
এক ঘরে শুইয়া থাকি প্ৰাণবন্ধুরে স্বপ্নে দেখি
জাগিয়া পাই না তারে একি যন্ত্রণা।
ভাইবে রাধারমণ বলে দিন গেল আশার ছলে
সন্ধ্যাবেলা যাইবে কোথা উপায় দেখি না।।
পূর্ববর্তী:
« কালরূপে হেরিলাম গো সই কদম্ব মুলে
« কালরূপে হেরিলাম গো সই কদম্ব মুলে
Leave a Reply