কুপা১, কুপো [ kupā, kupō ] বি.
১. মাটি বা চামড়ার তৈরি পেটমোটা ও সরুমুখ পাত্রবিশেষ;
২. (ব্যঙ্গে) নাদাপেটা লোক।
[সং. কূপক]।
কুপোকাত–বিণ. পরাজিত; বিধ্বস্ত।
কুপা২, কোপা [ kupā, kōpā ] ক্রি.
১. তীক্ষ্ণধার ভারী অস্ত্রের সাহায্যে (ক্রমাগত) আঘাত করা; অস্ত্রের কোপ দেওয়া; কোপ দিয়ে কাটা;
২. মাটি কোপানো।
[বাং. √ কোপ্ + আ]।
কুপানো–ক্রি. কুপা বা কোপা অর্থে।
☐ বিণ. বি. উক্ত অর্থে।
Leave a Reply