কইতে ফাটে হিয়া
দুঃখে বিরাহিণীর জনম যায় গইয়া
অবলা সরল জাতি দারুণ বিধি বিক নিদয়া
সখী গো যার চরণে জাতি যৌবন দিলাম গো সাধিয়া।
বন্ধে মরে ভিন্ন বাসে কি দুষ জানিয়া
লুকের কাছে কই না লাজে থাকি মনে সইয়া।।
বন্ধে মরে ছাইড়া গেল প্ৰেম ফান্দে ঠেকাইয়া
সখী গো ভাইবে রাধারমণ বলেন মনেতে ভাবিয়া।
পূর্ববর্তী:
« কই থেকে আইলাম কই বা যাইতাম
« কই থেকে আইলাম কই বা যাইতাম
পরবর্তী:
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে »
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে »
Leave a Reply