কুটি১ [ kuṭi ] বি.
১. কুটির, কুঁড়েঘর;
২. ছোট ঘর।
[সং. কুটির]।
কুটি২ [ kuṭi ] বি. ছোট ছোট খণ্ডে কাটা খড় বা তৃণ; খড়কুটো।
[হিং. কুট্টী]।
কুটিকুটি–বিণ.
১. খুব ছোট ছোট কুচি বা টুকরো করা হয়েছে এমন (আলুগুলোকে অত কুটিকুটি করেছ কেন?);
২. (আল. যেন টুকরো টুকরো হয়ে যাবে এমন, আকুল (হেসে কুটিকুটি হওয়া)।
কুটিকুটি করা–ক্রি. কেটে বা ছিঁড়ে খুব ছোট করা।
কুটিপাটি [ kuṭi-pāṭi ] বিণ. (সাধারণত হেসে) আকুল।
[দেশি]।
Leave a Reply