কুটিল [ kuṭila ] বিণ.
১. বাঁকা (কুটিল কটাক্ষ); অসরল (কুটিল রেখা);
২. খল, শঠ, কপট (কুটিল স্বভাব);
৩. জটিল (কুটিল প্রশ্ন)।
[সং. কুটি + ল]।
কুটিলা১–বিণ. (স্ত্রী.) কুটিল -এর সব অর্থে।
কুটিলা২–বি.
১. সরস্বতী নদী;
২. আয়ানের ভগিনী ও রাধিকার ননদিনী।
বি. কুটিলতা।
Leave a Reply