কোটন, কুটন, কোটনা১–বি. কোটার কাজ। কুটন, কুটন।
কোটনা২ [ kōṭanā ] বি.
১. যে পুরুষ গুপ্তপ্রণয়ের নায়ক-নায়িকার মিলনে সাহায্য করে;
২. কান-ভাঙানি দিয়ে বিবাদ বাধায় এমন লোক।
[সং. কুট্টনী-র বাং. পুং. রূপ]।
বি. (স্ত্রী.) কোটনী।
কোটনাগিরি, কোটনাপনা–বি. কোটনার কাজ।
কোটনামি–বি. কোটনাপনা, কান-ভাঙানি।
Leave a Reply