কোটা১, কুটা২ [ kōṭā, kuṭā ] ক্রি.
১. কেটে খণ্ড খণ্ড বা কুটি কুটি করা (মাছ-তরকারি কোটা);
২. চূর্ণ করা, পেষা (মশলা কোটা, হলুদ কোটা);
৩. ছেঁচা, ঠোকা, ক্রমাগত আঘাত করা (মাথা কোটা)।
☐ বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; পেষাই করা হয়েছে এমন; চুর্ণিত; ঢেঁকিতে পেষাই-করা।
☐ বি. কোটার কাজ।
কোটা২ [ kōṭā ] বি.
১. মিহি বস্ত্রবিশেষ;
২. মিহি সুতোর তৈরি শাড়িবিশেষ (কোটা শাড়ি)।
[বাং. কোষ্টা (পাট) < সং. কোষ্ট]।
[সং. √ কুট্ (√ কুট্ট্) + বাং. আ]।
Leave a Reply