কুট১ [ kuṭa ] বি.
১. দুর্গ, গড়;
২. পর্বত;
৩. পর্বতশৃঙ্গ;
৪. গাছ।
[সং. √ কুট্ + অ]।
কুটজ–বি.
১. গিরিমল্লিকা ফুলের গাছ, কুড়চি;
২. দ্রোণাচার্য;
৩. অগস্ত্য।
কুট২ [ kuṭa ] অব্য. বি. ক্ষুদ্র কামড়ের শব্দ।
[ধ্বন্যা.]।
কুটকুট–অব্য. বি. চুলকানির ভাব বোধ (মুখ কুটকুট করছে)।
কুটকুটানি, (কথ্য) কুটকুটুনি–বি. চুলকানোর ইচ্ছা বা প্রবণতা; চুলকানির ভাব।
কুটকুটে–বিণ. কুটকুট করে বা চুলকায় এমন, চুলকানির প্রবৃত্তি জন্মায় এমন (কুটকুটে কচু)।
Leave a Reply