কুশল১ [ kuśala ] বি. মঙ্গল, কল্যাণ (তোমাদের কুশল কামনা করি)।
☐ বিণ. কল্যাণযুক্ত; নিরাপদ।
[সং. √ কুশ্ (=সংযোগ) + অল]।
কুশলী১ (-লিন্) [ kuśalī ] বিণ. মঙ্গলযুক্ত।
কুশল২ [ kuśala ] বিণ. অভিজ্ঞ; দক্ষ, নিপূণ (রণকুশল)।
[সং. কুশ + √ লা (=গ্রহণ) + অ]।
কুশলতা–বি. দক্ষতা।
বিণ. (স্ত্রী.) কুশলা।
কুশলী২ [ kuśalī ] (বাং. প্রয়োগ) বিণ. দক্ষ, কৌশলী (ক্রীড়াকুশলী, কুশলী তিরন্দাজ)।
Leave a Reply