কুশি১, কুষি [ kuśi, kuṣi ] বি. চামচের আকারের তাম্রপাত্র যা পূজার কাজে ব্যবহৃত হয়; কোষা থেকে জল তোলার জন্য ব্যবহৃত তামার চামচাকৃতি পাত্রবিশেষ।
[সং. কোষা + বাং. ক্ষুদার্থে ই]।
কুশি২ [ kuśi ] বি. আম, পেয়ারা ইত্যাদির একেবারে কচি ফল (আমের কুশি)।
☐ বিণ. অত্যন্ত কচি (কুশি আমের আচার)।
[সং. কোশ (=কুঁড়ি) > কুশ + বাং. ই]।
Leave a Reply