কুতূহল [ kutūhala ] বি.
১. ঔত্সুক্য, অজানা জিনিস বা বিষয় সম্বন্ধে জানবার আগ্রহ;
২. কৌতুক; ৩. আমোদ।
[সং. (১) কু + √তুলি + অ; হ আগম; (২) কুতু + √ হল্ + অ]।
কুতূহলী (-লিন্)–বিণ.
১. উত্সুক, আগ্রহযুক্ত;
২. আমোদিত, আনন্দিত।
কুতূহলে–ক্রি-বিণ. আনন্দে, আনন্দের সঙ্গে; আনন্দের জন্য (‘ব্রাহ্মণ রাজার কুতূহলে’: ক.ক.)।
Leave a Reply