কুঞ্জ১ [ kuñja ] বি.
১. উপবন;
২. লতাবেষ্টিত স্হান বা গৃহ (কুঞ্জকানন, কুঞ্জবন);
৩. বৈষ্ণবদের আশ্রম।
[সং. √ কুজ্ + অ, ঞ্ আগম]।
কুঞ্জবাটিকা, কুঞ্জবাটী–বি. বৈষ্ণবদের ভজনস্হান, যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত থাকে।
কুঞ্জ২ [ kuñja ] বি. বস্ত্রাদির কলকা বা নকশা; শাড়ি, জামা ইত্যাদিতে ফুলের নকশা।
[ফা. কুঞ্জ্]।
কুঞ্জদার–বিণ. কলকা-তোলা, নকশা-করা।
Leave a Reply