কুণ্ডল [ kuṇḍala ] বি.
১. কানের অলংকার;
২. বলয়;
৩. বলয়াকার অলংকার বা বন্ধনী।
[সং. √ কুন্ড্ + অল]।
কুণ্ডলী–বিণ. কুণ্ডলধারী, কুণ্ডলযুক্ত।
☐ বি. কুণ্ডলের আকারে পাকানো বা গোটানো জিনিস (ধোঁয়ার কুণ্ডলী)।
কুণ্ডলিনী–বিণ. (স্ত্রী.) কুণ্ডলধারিণী।
☐ বি. (স্ত্রী.)
১. সর্পী, সর্পিণী;
২. জীবের মূলশক্তি, কুলকুণ্ডলিনী।
Leave a Reply