কুটুম্ব, (কথ্য) কুটুম [ kuṭumba, kuṭuma ] বি.
১. আত্মীয়;
২. পোষ্যবর্গ, পরিবারভুক্ত লোকজন;
৩. বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ ব্যক্তি (বাড়িতে কুটুম এসেছে)।
[সং. √ কুটুম্ব্ + অ]।
নতুন কুটুম–বি. সম্প্রতি যার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপিত হয়েছে।
বড় কুটুম–বি. (কৌতু.) শ্যালক, সম্বন্ধী।
কুটুম্বী (-ম্বিন্)–বিণ. (স্ত্রী.) কুটুম্ববিশিষ্টা।
☐ বি.
১. পতিপুত্রযুক্তা স্ত্রী;
২. গৃহিণী;
৩. মেয়েকুটুম।
কুটুম্বিতা–বি.
১. আত্মীয়তা;
২. বৈবাহিক সম্পর্ক ও তজ্জনিত আদান-প্রদান বা লৌকিকতা।
Leave a Reply