ওগো রাই মরিয়াছে আইলে কইও তারে।
আমার মরণ কথা জানাইও বন্ধুরে।।
মরণের আর নাই গো বাকি
তোরা নিকটে আও সব সখী
আমার কৰ্ণমূলে শুনাও কৃষ্ণনাম গো।।
আমি মইলে ঐ করিও
না পুড়াইয়ো না ভাসাইও
আমায় বান্ধি রাইখ ঐ তামালের ডালে।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আবার আসবে বন্ধু আমার মরণ হলে।
পূর্ববর্তী:
« ওগো প্রাণ-সই বন্ধু বিনে মনের বেদনা কারে কই
« ওগো প্রাণ-সই বন্ধু বিনে মনের বেদনা কারে কই
পরবর্তী:
ওগো রাহমানুর রাহিম পরওয়ারদিগার »
ওগো রাহমানুর রাহিম পরওয়ারদিগার »
Leave a Reply