কুলপি, কুলফি [ kulapi, kulaphi ] বি.
১. বরফ জমাট করার জন্য ব্যবহৃত টিনের চোঙাকৃতি ছাঁচ;
২. কুলপিতে জমানো বরফের খাবার।
[হি. কুলফী < আ. কুফ্ল্তালা]।
কুলপিবরফ, কুলফিবরফ–বি. কুলপিতে জমানো বরফ; চেটে বা চুষে খাবার মতো বরফের মিঠাইবিশেষ।
কুলপিমালাই, কুলফিমালাই–বি. চিনি ও দুধের সঙ্গে কুলপিতে জমানো বরফের মিঠাইবিশেষ।
Leave a Reply