কুচ১ [ kuca ] বি. স্ত্রীলোকের স্তন। [সং.√ কুচ্ + অ]।
কুচতট বি. স্তন।
কুচ২ [ kuca ] বি. সৈন্যদের যুদ্ধযাত্রা বা দলবদ্ধভাবে একস্হান থেকে
অন্যস্হানে যাওয়া। [ফা. কূচ্-তু. তুর. কুচ্]।
কুচকাওয়াজ–বি. সৈন্যদের সমবেত ব্যায়াম ও রণশিক্ষা, military parade.
[ফা. কূচ্ + আ. কাওয়াঈদ্]।
কুচ৩, কুচ্ [ kuca, kuc ] অব্য. তীক্ষ্ণ অস্ত্রের এক কোপে নরম
জিনিস কেটে ফেলার বা নরম জিনিসের মধ্যে তীক্ষ্ণ কিছু বিঁধে বা ফুটিয়ে দেবার শব্দ।
কুচকুচ১–অব্য. ক্রমাগত কুচ করে কাটার শব্দ। কুচ করে ক্রি-বিণ. ‘কুচ’ এই
শব্দসহযোগে।
কুচকুচ২ [ kuca-kuca ] অব্য. উজ্জ্বল কালো রঙের ভাবপ্রকাশক
(চুলগুলো কালো কুচকুচ করছে)।
[বাং. চক্চক্ (ধ্বনিবিপর্যয়ের ফলে)]।
কুচকুচে–বিণ. কুচকুচ করছে এমন, চকচকে ও গাঢ় (কুচকুচে কালে চুল)।
Leave a Reply