কুঁথা, কোঁতা, কোঁথা, কুঁতা–ক্রি.
১. মলত্যাগের জন্য বেগ দেওয়া;
২. কষ্টকর কাজ করার সময় বা শারীরিক কষ্ট পেলে একটু একটু করে দম ফেলার ধ্বনি করা।
☐ বি. উক্ত সব অর্থে।
[সং. √ কুন্থ্ + বাং. আ]।
কুঁথানো–ক্রি.
১. কোঁতা, কোঁত পাড়া; কোঁতাতে বাধ্য করা;
২. (আল.) কষ্ট বা বেগ দেওয়া।
☐ বি. উক্ত সমস্ত অর্থে।
Leave a Reply