কুক্ষি [ kukṣi ] বি.
১. পেট, উদর, জঠর;
২. গর্ভ;
৩. গুহা;
৪. অভ্যন্তরস্হান, ভিতর।
[সং. √ কুষ্ (=কুক্) + সি]।
কুক্ষিগত–বিণ.
১. উদরে প্রবেশ করেছে এমন; উদরে বা ভিতরে প্রবিষ্ট হয়েছে এমন;
২. (আল.) সম্পূর্ণ অধিকৃত, পুরোপুরি আত্মসাত্ করা হয়েছে এমন।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply