কুঁচা১, (কথ্য) কুঁচো–বিণ.
১. অতি ক্ষুদ্র (কুঁচো চিংড়ি);
২. গুঁড়ানো বা খুব ছোট করা (কুঁচো নৈবেদ্য, কুঁচো সাবান)।
[সং. কুচিত; তু. ফা. কুচক্]।
কুঁচাকাঁচা–বি. কচি ছেলেমেয়ে (কুঁচোকাঁচাদের নিয়ে রাস্তায় বেরিয়েছ কেন?)।
কুঁচা২–ক্রি. কুঞ্চিত করা।
[সং. √ কুঞ্চ্ + বাং. আ]।
কুঁচানো–ক্রি. কুঞ্চিত করা।
☐ বি. কুঞ্চন।
☐ বিণ. কুঞ্চিত।
Leave a Reply