কুঁকড়া১, কুঁকড়ো–বি মোরগ, কুক্কুট।
[সং কুক্কুট]
কুঁকড়ি–বি (স্ত্রী) মুরগি।
কুঁকড়া২, কোঁকড়ো–ক্রি.
১. কুঞ্চিত হওয়া বা করা (পাতাগুলো কুঁকড়ে গেছে);
২. জড়সড় হওয়া বা করা (ভয়ে কুঁকড়ে গেছে)।
[প্রা. বাং. কোঁকড়]।
কুঁকড়ানো–ক্রি. কুঁকড়ে যাওয়া; কুঞ্চিত হওয়া বা করা।
☐ বি. কুঞ্চন; জড়সড় ভাব।
☐ বিণ. কুঞ্চিত; জড়সড়।
Leave a Reply