কু১ [ ku ] বি.
১. পৃথিবী;
২. আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা (‘কু-কথায় পঞ্চমুখ’: ভা. চ.);
৩. পাপ, দোষ, অমঙ্গল (কু পরিহার করা)।
☐ বিণ.
১. মন্দ, কুত্সিত (কুকথা, কু-অভ্যাস);
২. অমঙ্গলজনক (কুদৃষ্টি, কুলক্ষণ);
৩. কুটিল, দুষ্ট (কুমন্ত্রণা);
৪. দুর্লভ (কু-আশা)।
[সং. √ কু + উ]।
কু২, কূ [ ku২., kū ] বি.
১. সামরিক অভ্যুত্থান;
২. রাজনৈতিক বা সামরিক অভ্যুত্থানের ফলে সরকার বদল, কুদেতা।
[ইং. coup < ফ. coup d'e'tat]।
Leave a Reply