কীর্তন [ kīrtana ] বি.
১. গুণবর্ণনা (মহিমা কীর্তন), যশঃপ্রচার;
২. নামগান;
৩. রাধাকৃষ্ণের লীলাবিষয়ক গান;
৪. রাধাকৃষ্ণের লীলাবিষয়ক গানের ভঙ্গি (কীর্তনাঙ্গ গান)।
[সং. √ কৃত্ + অন]।
কীর্তক–বিণ. কীর্তনকারী।
কীর্তনাঙ্গ–বিণ. কীর্তনগানের সুরযুক্ত।
কীর্তনীয়া, (কথ্য) কীর্তনে, কীর্তুনে–বিণ. বি. কীর্তনগায়ক।
কীর্তনীয়–বিণ. কীর্তনযোগ্য; প্রচারযোগ্য।
বিণ. (স্ত্রী.) কীর্তনীয়া।
কীর্তিত–বিণ. কীর্তন করা হয়েছে এমন; সুখ্যাতির বিষয়ীভূত।
Leave a Reply