কীট [ kīṭa ] বি.
১. পোকা;
২. কৃমি।
[অর্বাচীন সং. √ কীট্ + অ]।
কীটঘ্ন–বিণ. কীটনাশক।
কীটজ–বিণ. কীট থেকে উত্পন্ন।
কীটদষ্ট–বিণ. পোকায় কেটে নষ্ট করেছে এমন (কীটদষ্ট বই)।
কীটপতঙ্গ–বি. পোকামাকড়; নানাবিধ কীট। কীটস্য কীট (আল.)নিতান্ত তুচ্ছ ব্যক্তি।
কীটাণু–বি. অতি ক্ষুদ্র পোকা।
কীটাণুকীট–বি.
১. ক্ষুদ্রাতিক্ষুদ্র পোকা, কীটাণুর চেয়েও ক্ষুদ্র কীট;
২. (আল.) অতি তুচ্ছ বা নগণ্য ব্যক্তি।
Leave a Reply