কিস্তি১ [ kisti ] বি. বড় মালবাহী নৌকা; জাহাজ। [ফা.কিশ্তী]।
কিস্তি২ [ kisti ] বি.
১. ঋণের পরিশোধযোগ্য অংশ;
২. আংশিক ঋণ শোধের সময়;
৩. খাজনা আদান-প্রদানের সময়;
৪. দফা, ক্ষেপ, খেপ, বার, instalment (আর এক কিস্তি মাল আসবে)।
[ফা. কিস্ত]।
কিস্তিবন্দি–বি. দফায় দফায় ঋণপরিশোধের ব্যবস্হা।
কিস্তি৩ [ kisti ] বি. দাবাখেলায় বিপক্ষের রাজাকে সরাসরি আক্রমণ বা তার চলাচল রোধের জন্য চালবিশেষ।
[ফা. কিশ্ত্]।
কিস্তিমাত–বি. দাবাখেলায় বিপক্ষের রাজার সমস্ত চলাচলপথ বন্ধ হয় যে চালে; সম্পূর্ণ জয় বা সাফল্য লাভ।
Leave a Reply