কীসে, কিসে [ kīsē, kisē ] সর্ব.
১. কী থেকে, কীসের জন্য (এ কথা উঠল কিসে); |
২. কোন্ বস্তুর দ্বারা, কোন্ উপায়ে, কেমন করে (সুখ কীসে হবে?);
৩. কোন্ বস্তুর মধ্যে, কার মধ্যে (সুখ কিসে আছে? দুধ কিসে আছে?)।
[বাং. কিস > হি. কিস (প্রাকৃ. কীস) + এ]।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply