কিশোর [ kiśōra ] বিণ. বাল্য ও যৌবনের মধ্যবর্তী বয়সী, সাধারণত দশ-এগারো থেকে পনেরো-ষোলো বছর বয়সী (তখন আমার কিশোর কাল)!
☐ বি. কিশোর বয়স্ক অর্থাত্ অপ্রাপ্তবয়স্ক পুরুষ (দরজায় দাঁড়িয়ে একটি কিশোর)।
বিণ. বি. (স্ত্রী.) কিশোরী।
কিশোরসাহিত্য–বি. সাধারণত অপ্রাপ্তবয়স্কদের জন্য রচিত সাহিত্য।
Leave a Reply