কিল [ kila ] বি.
১. বদ্ধ মুষ্টি;
২. মুষ্ট্যাঘাত, ঘুসি।
[দেশি]।
কিল খেয়ে কিল চুরি করা–আঘাত পেয়ে বা অপমানিত হয়ে তা গোপনে সহ্য করা, যাতে অন্যে জানতে না পারে।
কিলগুঁতো–বি. মারধর; দুর্ব্যবহার (অযথা কিলগুঁতো খেয়ে সেখানে থাকতে পারব না)।
কিলাকিলি, কিলোকিলি–বি. পরস্পর মুষ্টিযুদ্ধ; মারামারি।
কিলানো–ক্রি. মুষ্টিপ্রহার করা (সুখে থাকতে ভূতে কিলায়)।
☐ বি. মুষ্টিপ্রহার।
কিলিয়ে কাঁঠাল পাকানো–ক্রি. বি.
১. কিল বা কনুইয়ের আঘাত দিয়ে কাঁচা কাঁঠালকে দ্রুত পাকাবার বৃথা চেষ্টা করা অর্থাত্ অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা;
২. কাঁচা কাঁঠালের বোঁটায় কীল বা গোঁজ গুঁজে দ্রুত পাকাবার চেষ্টা করা।
Leave a Reply