কিনা১ [ kinā ] অব্য. সংশয় বিতর্ক প্রভৃতি সূচক শব্দ (যাবে কিনা বল, করিবে কিনা জানি না); যেহেতু (যাবে কিনা, তাই গাড়ি ডেকেছে); প্রশ্নসূচক শব্দ (বিপদে বুদ্ধি খোলে, ঠিক কিনা?); অর্থাত্ (ন্যাশ্নালিজম কিনা স্বাদেশিকতার বুলি শুনছি)।
[সং. কিংনু]।
কিনা২, কেনা–ক্রি. ক্রয় করা, মূল্যের বিনিময়ে নেওয়া (নতুন বই কিনেছে)।
☐ বিণ. ক্রয় করা হয়েছে এমন (কেনা গোলাম)।
☐ বি. ক্রয় (কেনাকাটা)।
[< বাং. √ কিন্ + আ কিনা > কেনা]।
কেনাদর–বি. যে দামে কেনা হয়েছে, ক্রয়মূল্য।
কেনান, কিনানো–ক্রি. বি. অপরকে দিয়ে ক্রয় করানো।
কেনাবেচা–বি. ক্রয়-বিক্রয়।
Leave a Reply