কি না [ ki nā ] অব্য. ১. সংশয়, বিতর্ক, প্রশ্ন ইত্যাদি সূচক শব্দ (যাবে কি না বলো, করবে কি না জানি না); ২. প্রশ্নসূচক শব্দ (তুমি তো খুব বুদ্ধিমান, ঠিক কি না?)। [সং. কিংনু]। Category: ক, বাংলা অভিধানপূর্ববর্তী:« কিপরবর্তী:কিংকর »
Leave a Reply