কালীয়১, কালীন [ kālīna, kālīẏa ] বিণ. (অন্য শব্দের পর ব্যবহৃত) সাময়িক, সময়ে ঘটিত (মৃত্যুকালীন উক্তি, সায়ংকালীয় প্রার্থনা)।
[সং. কাল২ + ঈন, ঈয়]।
কালীয়২, কালিয় [ kālīẏa২., kāliẏa ] বি. ভাগবতে বর্ণিত যমুনা নদীর গর্ভে বাসকারী নাগবিশেষ।
[সং. কাল১ ঈয়, ইয়]।
কালীয়দমন–বি. শ্রীকৃষ্ণ কর্তৃক কালিয় নাগকে শাসন।
Leave a Reply