কাশ১ [ kāśa ] বি. লম্বা তৃণবিশেষ, কেশে; কেশে ফুল, শরত্কালের সাদা ফুলবিশেষ (‘আমরা বেঁধেছি কাশের গুচ্ছ’: রবীন্দ্র)।
[সং. √ কাশ্ + অ]।
কাশ২ [ kāśa ] বি. ব্যাধিবিশেষ, কাশিরোগ।
[সং. √ কাশ্ + অ]।
কাশা–ক্রি. খকখক শব্দ করে গলা থেকে শ্লেষ্মা তুলে ফেলার চেষ্টা করা (‘বুড়ো মরে কেশে’)।
☐ বি. উক্ত অর্থে।
কাশি [ kāśi ] বি.
১. কাশার শব্দ;
২. গয়ার, শ্লেষ্মা (কাশি উঠছে না);
৩. কাশরোগ (কাশিতে ভুগছে)।
Leave a Reply