কালো [ kālō ] বিণ.
১. কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল);
২. ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে);
৩. বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)।
[< সং. কাল৩]।
কালোটাকা–বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা।
কালোবাজার–বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা।
কালোবাজারি–বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ।
Leave a Reply