কাষ্ঠ [ kāṣṭha ] বি. বৃক্ষের ভিতরকার কঠিন অংশ; কাঠ, দারু।
[সং. √ কাশ্ + থ]।
কাষ্ঠকুট্ট–বি. কাঠঠোকরা পাখি।
কাষ্ঠপাদুকা–বি. খড়ম।
কাষ্ঠফলক–বি. কাঠের তক্তা।
কাষ্ঠবত্–বিণ. কাঠের মতো; নীরস, শুষ্ক।
কাষ্ঠভার–বি. কাঠের বোঝা।
কাষ্ঠহাসি–বি. আন্তরিকতাহীন বা লোক-দেখানো হাসি, কৃত্রিম হাসি।
Leave a Reply