কালী [ kālī ] বি.
১. কালিকাদেবী, চণ্ডিকার রূপবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা;
২. (ব্যঙ্গে) কৃষ্ণবর্ণা নারী;
৩. লেখার বা ছাপার কালি, মসি;
৪. কালিয় নাগ। [সং. কাল৩. + ঈ]।
কালীতলা–বি. কালিকাদেবীর পূজার জন্য নির্দিষ্ট স্হান।
আন্নাকালী–বি. কন্যাসন্তানের নামবিশেষ-ক্রমাগত কন্যাসন্তান লাভের পর আর যাতে কন্যালাভ না হয়, সেজন্য কালীর কাছে প্রার্থনা জানিয়ে এই নাম রাখা হয়।
[বাং. আর + না + কালী]।
Leave a Reply