কালি১ [ kāli ] বি.
১. সংকলন; একত্রীকরণ;
২. ক্ষেত্রের বা ঘন পদার্থের পরিমাপবিশেষ; ঘনফল; বর্গফল (কাঠাকালি, বিঘাকালি)।
[সং. √ কল্]।
কালি করা, কালি কষা–ক্রি. বি. ক্ষেত্রফল বার করা।
কালি২ [ kāli ] বি.
১. লেখার বা ছাপার রঞ্জিত তরলবিশেষ, মসি (লেখার কালি, লাল কালি);
২. অন্ধকার, মালিন্য (মনের কালি সহজে দূর হয় না);
৩. কলঙ্ক (কুলে কালি দেওয়া);
৪. ভুসো (প্রদীপের কালি, তেলকালি মাথা)।
[সং. কালী]।
কালিঝুলি–বি. মসি ও ঝুল।
Leave a Reply