কালামুখ [ kālā-mukha ] বিণ.
১. কলঙ্কলিপ্ত মুখবিশিষ্ট;
২. কলঙ্কী;
৩. নির্লজ্জ, বেহায়া (এমন কালামুখ লোক আর দেখিনি)।
☐ বি. কলঙ্কলিপ্ত মুখ (ও কালামুখ আর দেখিয়ো না)।
কালামুখো–বিণ. কলঙ্কী; নির্লজ্জ।
বিণ. (স্ত্রী.) কালামুখী।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply