কালা১ [ kālā ] বিণ. বধির, শ্রবণশক্তিরহিত; কানে শুনতে পায় না এমন। [সং. কল্ল]।
কালা২ [ kālā ] বি. শ্রীকৃষ্ণ।
☐ বিণ.
১. কৃষ্ণবর্ণ;
২. কলঙ্কিত (এই কালা মুখ আর দেখাতে চাই না)।
[সং. কাল৩]।
কালা কানুন–বি. প্রজাস্বার্থবিরোধী অন্যায় আইন, black act.
কালাচাঁদ–বি. শ্রীকৃষ্ণ।
Leave a Reply