কাল১ [ kāla ] বিণ. (আঞ্চ.) অত্যন্ত ঠাণ্ডা, হিমশীতল (হাত-পা কাল হয়ে গেছে)।
☐ বি. শৈত্য।
[দেশি]।
কাল২ [ kāla ] বি.
১. সময় (রাত্রিকাল, শিশুকাল);
২. অবসর (কালাভাব);
৩. মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে);
৪. আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে);
৫. সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে);
৬. সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে);
৭. (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি।
[সং. √ কল্ + ণিচ্ + অ]।
কালকর্ণী–বি. অলক্ষ্মী।
কালকূট–বি. মারাত্মক বিষবিশেষ।
কালক্রমে–ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে।
কালক্ষেপ, কালক্ষেপণ–বি. সময় অতিবাহন, কালাতিপাত।
কালগ্রাস–বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)।
কালঘাম–বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম।
কালঘুম, কালনিদ্রা–বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)।
কালচক্র–বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়।
কালজ্ঞ–বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন।
☐ বি. দৈরজ্ঞ।
কালজ্ঞান–বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র।
কালধর্ম–বি.
১. মৃত্যু; কালের ধর্ম;
২. বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ;
৩. কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে।
কালপুরুষ–বি.
১. যমের অনুচরবিশেষ;
২. পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion.
কালবেলা–বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ।
কালবৈশাখী (কথ্য.) কালবোশেখি–বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি।
কালব্যাজ–বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব; গড়িমসি।
কালভৈরব–বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ।
কালযাপন–বি. সময় কাটানো, কালক্ষেপ।
কালরাত্রি–বি.
১. যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি;
২. (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ।
কালশুদ্ধি–বি.
১. কালের শুদ্ধি;
২. (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ।
কালসমুদ্র–বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল।
কালস্রোত–বি. সময়ের অগ্রগতি (‘কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান’: রবীন্দ্র)।
কালহরণ–বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)।
কালে কালে–ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে।
কালেভদ্রে–ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো।
কাল৩, কালো [ kāla৩., kālō ] বি. কৃষ্ণবর্ণ, কালো রং।
☐ বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো রঙের।
[সং. কৃ + √ অল্ + অ]।
কালোকিষ্টি, কালকিষ্টি–বিণ. অত্যন্ত কালো, মলিন ও কুত্সিত।
কালগঙ্গা–বি. কালিন্দী, যমুনা।
কালচিটা, কালচিটে–বি. বিণ. কালো দাগ; কালচে।
কালচে–বিণ. কৃষ্ণাভ তবে গাঢ় কালো নয় এমন।
কালশশী–বি. কৃষ্ণপক্ষের চাঁদ।
কালশিরা, কালশিটা, কালশিটে–বি. আঘাতের ফলে রক্ত জমে উত্পন্ন কালো দাগ।
কালনাগ, কালসর্প, কালসাপ–বি. কৃষ্ণসর্প, কেউটে সাপ।
কাল৪ [ kāla৪. ] বি. ক্রি-বিণ,
১. আগামীকাল, পরদিন;
২. গতকাল, পূর্বদিন।
[সং. কল্য]।
কালকে–বি. ক্রি-বিণ. (কথ্য) কাল (আজ নয়, কালকে যাব)।
কালি–বি. ক্রি-বিণ. (প্রধানত কাব্যে) কাল।
কালকার, কালকের, কালিকার–বিণ. আগামীকালের বা গতকালের পরদিনের বা পূর্বদিনের।
Leave a Reply