কার্য [ kārya ] বি.
১. কাজ, কর্ম;
২. প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?);
৩. ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)।
☐ বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)।
[সং. √ কৃ + য]।
কার্যকর, কার্যকারী (কারিন্)–বিণ. উপযোগী; ফলদায়ক।
স্ত্রী. কার্যকরী, কার্যকারিণী।
কার্যকরতা, কার্যকারিতা–বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা।
কার্যকলাপ–বি. কাজকর্ম, নানাবিধ কাজ।
কার্যকারণ সম্বন্ধ–বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ।
কার্যকাল–বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)।
কার্যকুশল–বিণ. দক্ষ, কর্মণিপুণ।
কার্যক্রম–বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme.
কার্যক্ষম–বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ।
কার্যগতিকে–ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে।
কার্যঞ্চাগে–অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে।
[সং. কার্যম্ + চ + বাং. আগে]।
কার্যত (বর্জি.) কার্যতঃ (-তস্)–অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে।
কার্যপরম্পরা–বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম।
কার্যবশত (বর্জি.) কার্যবশতঃ–অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য।
কার্যবাহ–বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)।
কার্যসিদ্ধি–বি. অভীষ্টলাভ; সাফল্য।
কার্যাকার্য–বি. কাজ ও অকাজ; বিধেয় ও অবিধেয় কর্ম।
কার্যানুরোধে–ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য।
কার্যান্তর–বি. ভিন্ন কর্ম, অন্য কাজ।
কার্যোদ্ধার–বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল।
কার্যোপলক্ষ্যে–ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে।
Leave a Reply