কি করিতাম তোরে রে পুষ্প কি করিতাম তোরে
রাজনী প্ৰভাত হইল ভাসাইতাম সাগরে।।ধু।।
গোকুলে রহিয়াছে পুষ্প ফুটিয়া সারি সারি
চন্দ্রাবলীর কুজের মাঝে বিরাজে বংশীধারী।
কেওয়া কেতকী ফুটে আর গন্ধরাজ
চন্দ্রাবলীর কুঞ্জের মাঝে বিরাজ করে রসরাজ।
ভাইবে রাধারমণ বলে শুন গো ধনি রাই
চন্দ্রার কুঞ্জে বিরাজ করে শ্ৰীনদের কানাই।।
পূর্ববর্তী:
« কি করি উপায় গউর, আমায় দেও পদাশ্রয়
« কি করি উপায় গউর, আমায় দেও পদাশ্রয়
পরবর্তী:
কি করিব কোথায় যাব বিরহে প্ৰাণ সহে না »
কি করিব কোথায় যাব বিরহে প্ৰাণ সহে না »
Leave a Reply