কার্তিক [ kārtika ] বি.
১. বাংলা সনের সপ্তম মাস;
২. কার্তিকেয়, শিব-পার্বতীর পুত্র।
[সং. কৃত্তিকা + অ]।
কার্তিকেয়–বি. শিব-পার্বতীর পুত্র ও দেবসেনাপতি (কৃত্তিকার দ্বারা পালিত বলে এই নাম)।
কেলে কার্তিক, নব কার্তিক, লোহার কার্তিক–বি. (বিদ্রূপে) অতি কৃষ্ণকায় ও কুত্সিত লোক।
Leave a Reply