কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ
কার কুঞ্জেতে বসিয়া বন্ধু কার পুরাইলায় সাধ।
সিন্দুরের বিন্দু দেখি লাগিতে কপালে
মুখকিনি হাসু হাসু চউখ ঝিম্ ঝিম্ করে।
কটিবাস পীতবাস রাখিয়াছ কোথায়
নবীন বেশ পরিধান করিলে কোথায়।
ভাইবে রাধারমণ বলে রাখিও রাঙ্গা পায়।
আমি মইলে বধের ভাগী তুমি নি আইবায়।
পাঠান্তর : লাগিতে > লাগিয়াছে, মুখ কিনি হাসু হাসু > মুখে কেন দুইটি, পরিধান করিলে কোথায় > পরিয়া তুমি আসিয়াছ যেথায়, অইবায় > হইবায়।
পূর্ববর্তী:
« কষ্ট করে আছি এখন বাইচ্চা সাধের জীবন বিফল গেল
« কষ্ট করে আছি এখন বাইচ্চা সাধের জীবন বিফল গেল
পরবর্তী:
কহ গো ললিতে সই কেন না আসিল গো »
কহ গো ললিতে সই কেন না আসিল গো »
Leave a Reply