কারু [ kāru ] বি. (তন্তুবায়, রজক প্রভৃতি) শিল্পকার, artisan.
☐ বিণ. নির্মাতা।
[সং. √ কৃ + উ]।
কারুকর্ম, কারুকলা, কারুশিল্প–বি. কাঠের কাজ, ধাতুর কাজ প্রভৃতি কারিগরি শিল্প, প্রধানত হাতের কাজ, crafts (স.প.)।
কারুকর্মী (-কর্মিন্), কারুশিল্পী (-ল্পিন্)–বি. বিণ. কারিকর, craftsman, artisan.
কারুকার্য–বি. শিল্পনৈপুণ্য; নকশা।
কারু সমবায়–বি. কারিগরদের শিল্পোত্পাদন ও শিল্পদ্রব্য বিক্রয়ের সমবায় প্রতিষ্ঠান, guild.
Leave a Reply