কারণ১ [ kāraṇa ] বি. (দর্শনে) যার দ্বারা কাজ করা যায়; দেহ; ইন্দ্রিয়।
[সং. করণ + অ]।
কারণ১ [ kāraṇa ] বি.
১. হেতু, নিমিত্ত (তার আগমনের কারণ কী);
২. প্রয়োজন, উদ্দেশ্য (বিনা কারণেই এই কাজ করেছে?);
৩. মূল, বীজ; যা থেকে বা যার সহযোগে কোনো কার্য উত্পন্ন হয়; যা থেকে কোনো বিষয় উদ্ভূত হয় (ধর্ম সুখের কারণ)।
☐ অব্য. যেহেতু (সে আজ আসেনি কারণ তার ছেলে অসুস্হ)।
[সং. √ কৃ + ণিচ্ + অন]।
কারণজল, কারণবারি–বি. শাস্ত্রোক্ত জল যা থেকে জীবের বা সর্বভূতের সৃষ্টি হয়।
কারণশরীর–বেদান্ত-উক্ত সূক্ষ্ম দেহবিশেষ।
কারণিক–বিণ. কারণসম্বন্ধীয়; কারণ অনুসন্ধানকারী; পরীক্ষক; বিচারক।
কারণীভূত–বিণ. কারণস্বরূপ; কারণরূপে কল্পিত বা উপস্হাপিত।
Leave a Reply