বাসর শয্যা সাজাই কার আশায়
কই রইল মোর বন্ধু শ্যামরায়
ওগো বিচ্ছেদ আগুন জ্বলছে হিয়ায়
আতর গোলাপ কস্তুরী আনি
পুষ্পশয্যা করি সাজাইবার আশায়
ফুলের শয্যা বাসি আইল না গো কালশশী
আমার বাসি শয্যা ভাসাও যমুনায়
প্ৰাণ যাবে মোর নিশিগতে তাইতো তোমরা আমার সাথে
অধীন রমণ বলে রাইখ রাঙা পায়।
পূর্ববর্তী:
« বাসর শয্যা কেনো সাজাইলাম গো আমার আদরের বন্ধু আসল না
« বাসর শয্যা কেনো সাজাইলাম গো আমার আদরের বন্ধু আসল না
পরবর্তী:
বাহির হইয়া শুন সজনী, ঐ করে কোকিলায় ধ্বনি »
বাহির হইয়া শুন সজনী, ঐ করে কোকিলায় ধ্বনি »
Leave a Reply