কামড় [ kāmaḍ ] বি. ১. দংশন, দন্তাঘাত (বিড়ালের কামড়); ২. দাঁত দিয়ে আঁকড়ে ধরা (মরণকামড়); ৩. নির্দয় বা অত্যধিক দাবি (মহাজনের সুদের কামড়); ৪. বেদনা, যন্ত্রণা (পেটের কামড়); ৫. তীব্রতা (শীতের কামড়)। [দেশি]। Category: ক, বাংলা অভিধানপূর্ববর্তী:« কাম্যাপরবর্তী:কামড়া »
Leave a Reply